কিভাবে টাস্কবারে প্রয়োজনীয় প্রোগ্রাম যুক্ত করবেন
http://kabbokathaacademy.blogspot.com/2016/08/blog-post_23.html
আমাদের অনেক প্রয়োজনীয় প্রোগ্রাম আমরা সব সময় ব্যবহার করে থাকি। এই সব প্রোগ্রাম আমরা সব সময় স্টার্ট করার সময় স্টার্ট এ ক্লিক করে অল প্রোগ্রাম এ গিয়ে ওই সব প্রোগ্রাম খুজে স্টার্ট করতে একটু সময় লাগে।
কিন্তু আপনি যদি সেই সব প্রোগ্রাম Adobe Photoshop CS3, Microsoft Office Excel 2003, Microsoft Office Word 2003, Adobe Illustrator 10, Adobe Photoshop CS6, Camtasia Studio 8, ABBYY FineReader 12 যদি টাক্সবারে যুক্ত করে রাখেন। এতে করে আপনার প্রয়োজনীয় সব প্রোগ্রাম রান করাতে অনেক কম সময় লাগবে। কিন্তু এই সব প্রয়োজনীয় প্রোগ্রাম আপনারা কিভাবে টাক্সবারে যুক্ত করবেন সেটা আজকে আমি আপনাদেরকে শিখাবো।