এডোবি ফটোশপে ছবি বা ইমেজ ওপেন না হলে কি করবেন-খুব সহজেই সমস্যার সমাধান দেওয়া হয়েছে
http://kabbokathaacademy.blogspot.com/2016/09/blog-post.html
বর্তমানে বিশ্বে ইমেজ বা ছবি
এডিটিং করার সবচেয়ে জনপ্র্রিয় সফটওয়্যার হচ্ছে
Adobe Photoshop- এডোবি ফটোশপ। Adobe Photoshop- এডোবি ফটোশপ এর সকল ভার্ষণের সাহায্যে
আমরা সকলেই খুব সহজেই ইমেজ বা ছবি কে এডিটি করতে পারি। নিজের মন মত করে আমরা
আমাদের ছবিতে বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের ভিজিটিং
কার্ড, আইডি কার্ড, পোষ্টা, ব্যানার, লিফলেট, লোগো সহ যাবতীয় ডিজাইনের কাজ করার
জন্য Adobe Photoshop- এডোবি ফটোশপ অসাধারণ সফটওয়্যার। অনেকেই আছি যারা ফটোগ্রাফির
কাজ করে থাকি। তারাও তাদের ছবি বা ইমেজকে সুন্দর ইফেক্ট দেওয়া জন্য Adobe
Photoshop- এডোবি ফটোশপ ব্যবহার করে থাকে। এছাড়াও আমাদের মধ্যে অনেকেই আছে যারা
বিভিন্ন প্রতিষ্ঠানে Adobe Photoshop- এডোবি ফটোশপ এর কাজ করে থাকে। কেউ কেউ
ডিজিটাল স্টুডিওর দোকান দিয়ে বসেন। তবে Adobe Photoshop- এডোবি ফটোশপ এর সকল
ভার্সণে যখন আপনি কোন ছবি বা ইমেজ ওপেন করতে যান তখন সেটি ওপেন হয় না। এটি অনেক
কারনেই হতে পারে। তবে নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না এটির কারণ কি? যেই ছবি
আপনারা ওপেন করতে যান সেটির প্রিভিউ দেখতে পারেন কিন্তু যখন আপনি Adobe Photoshop-
এডোবি ফটোশপ এ ছবিটি ওপেন করেন তখন সেটি ওপেন হয় না। তাই আজকে আমি আপনাদেরকে
শিখাবো কিভাবে সমস্যার সমাধান আপনরা করতে পারবেন। এটি খুব সহজ ভাবেই শিখানো হয়েছে।
আমার দেখানো প্রত্যেকটি কমান্ড আপনরা ফলো করলেই শিখে যাবেন।